28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

সুন্দরবনে ডাকাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকতদলের দুই সদস্যকে আটক করেছে বাহিনীটি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বাহিনীটি।
আটককৃতরা হলেন, নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০)। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবরে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, এবং ১টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যায়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসপাতালগুলোতে ফের শুরু হচ্ছে করোনা পরীক্ষা

brs@admin

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

brs@admin

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

News Desk

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

News Desk

শেখ হাসিনার নৃশংসতা ৭১’র পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে : আসিফ নজরুল

News Desk
Translate »