যশোর মনিরামপুর উপজেলার চালুহাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মারা গেছেন ( ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্য হয়।
রবিউল ইসলামের মৃত্যুর সংবাদে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, রবিউল ইসলাম স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছিলেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও অনুসারীদের মধ্যে প্রবল শোকের ছায়া বইছে।
এদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু রাতেই রবিউলের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। তিনি রবিউল ইসলামের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নাজিমুদ্দিন/বিআরএসটি/আরএন