রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

বিশ্বকাপ বাছাইপর্বে বর্ণবাদমূলক আচরণের অভিযোগে ফিফা ৬টি জাতীয় ফুটবল সংস্থাকে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানা করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। ফিফার প্রকাশিত শাস্তিমূলক তালিকা অনুযায়ী, যেসব দেশগুলো বর্ণবাদমূলক বৈষম্য ও অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হয়েছে তারা হলো— আলবেনিয়া, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা।

আলবেনিয়া: সবচেয়ে বড় জরিমানা ১ লাখ ৬১ হাজার ৫০০ সুইস ফ্রাঁ (প্রায় ২ লাখ মার্কিন ডলার)। ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে জাতীয় সঙ্গীত অবমাননা, অনুপযুক্ত বার্তা প্রচারসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ শতাংশ কমিয়ে দর্শক প্রবেশ করাতে হবে পরবর্তী ম্যাচে।

আর্জেন্টিনা: গত ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বর্ণবাদমূলক আচরণের কারণে ১ লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৪৯ হাজার ডলার) জরিমানা। বাংলাদেশি অর্থে যা প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা। একই ম্যাচে মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ বিপজ্জনক ফাউলের জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ হাজার ফ্রাঁ জরিমানার মুখে পড়েছেন।

চিলি: ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে হারের (১-০) ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে ১ লাখ ১৫ হাজার ফ্রাঁ জরিমানা।

কলম্বিয়া: ৬ জুন পেরুর বিপক্ষে ম্যাচে বর্ণবাদী ঘটনা ঘটায় ৭০ হাজার ফ্রাঁ জরিমানা।

সার্বিয়া: ১০ জুন আন্দোরার বিপক্ষে ম্যাচে বর্ণবাদসহ অন্যান্য ঘটনার জন্য ৫০ হাজার ফ্রাঁ জরিমানা।

বসনিয়া ও হার্জেগোভিনা: সান মারিনোর বিপক্ষে ম্যাচে বর্ণবাদ ও অন্যান্য অপরাধের জন্য ২১ হাজার ফ্রাঁ জরিমানা।

ফিফা অধিকাংশ দেশের ক্ষেত্রেই ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য প্রতিরোধমূলক পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

News Desk

সমুদ্রবন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

জুলাইয়ের মধ্যে সনদ না হলে তার দায় সরকার ও কমিশনের : সালাউদ্দিন

News Desk

জোয়ারের প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবণ

News Desk

১৪ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : রাশেদ খাঁন

News Desk

জাতিসংঘের পুনর্গঠন চাইলেন সাইফুল হক

brs@admin
Translate »