শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে বাস আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি পায়ে আঘাত পেয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় চালকের সহকারী জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাবেন? ওই ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে তিনি পায়ে আঘাত পান। এ ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে রাজধানী পরিবহনের ওই বাসগুলো আটক করেন।

ভুক্তভোগী ছাত্রী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তার সহপাঠীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ, দোষী চালকের সহকারীর শাস্তি ও ক্ষমা চাওয়া এবং পরিবহন কর্তৃপক্ষের লিখিত মুচলেকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগামীকাল (আজ) বুধবার বাসের মালিকপক্ষ আসবে বলে জানা গেছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিআরএসটি/এসএস

Related posts

৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

brs@admin

আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক

News Desk

অ্যাতলেটিকোকে পাত্তাই দিলো না পিএসজি

brs@admin

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

News Desk

১৪ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব

brs@admin

রাষ্ট্রদূতকে বহিষ্কার, ইরানি দূতাবাসের কার্যক্রম স্থগিত করল অস্ট্রেলিয়া

News Desk
Translate »