বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের তারিখ অচিরেই ঘোষিত হবে। ঠিক এ মুহূর্তে দেশের নির্বাচন বানচাল করার জন্য একটি হীন প্রচেষ্টা শুরু হয়েছে, যার ইঙ্গিত নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠানো। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুনর্বাসনের এই হীন প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে তার নেতৃত্বে একটি র্যালি সেনবাগ বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস