আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে।
এর আগে, গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তবে বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে।
বিআরএসটি/এসএস

previous post
next post