রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ভোলায় কথিত জ্বিনের বাদশা আটক

চট্রগ্রামের ফটিকছড়ি থানায় এক প্রবাসির ৫৩ লাখ টাকা প্রতাণার মামলায় কামাল মীর (৪৮) নামে কথিত এক জ্বিনের বাদশাকে আটক করেছে র‍‍্যাব-৮ । সোমবার (১ সেপ্টম্বর) রাতে ভোলার বোরহানউদ্দিন দক্ষিণ কাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। কামাল উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

র‍‍্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. রিফাত অভি জানান, পারিবারিক সমস্যার সমাধান করিয়ে দেওয়ার নামে পরিচয় গোপন করে প্রতারক কামাল জ্বিনের বাদশা পরিচয়ে বিজ্ঞাপন দিয়ে প্ররতারণা করে আসছিল। এরই ধারাবাহিকতায় চট্রগ্রামের ফটিকছড়ি এলাকার প্রবাসি দিদারুল আলমের সাথে মোবাইল ফোনে জ্বিনের বাদশা পরিচয়ে ফাঁদ পাতেন। ভুক্তভেগীর সকল সমস্যার সমাধান করার কথা বলে বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী চট্রগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার আবেদন করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে গত ১৭ মে ফটিকছড়ি থাকায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে র‍‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোলার কোরহানউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে কথিত জ্বিনের বাদশা কামাল মীরকে আটক করে।

আটককৃত প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার দায় স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিতের আহ্বান ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স- ইউভেডের

brs@admin

দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড হাইকোর্টে বহাল

News Desk

যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন নকশার টাকা

brs@admin

সাবেক বিমান বাহিনী প্রধানের স্ত্রী-ছেলেরসহ ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

brs@admin

দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

News Desk

কাল উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র

News Desk
Translate »