বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দলের অবস্থান থেকে সরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য দিলে তার দায় বিএনপি নেবে না। ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দল বিব্রত হয়েছে। সেই কারণে তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। যারা বিএনপি করেন, এটি সবার জন্য একটি বার্তা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিআরএসটি/এসএস