কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নিত করণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে দেবিদ্বার পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি তুলে নেয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নিত করনের জন্য প্রস্তাবিত হয়। এছাড়া দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হোক।
বিআরএসটি/এসএস