‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, মানুষ মানুষের জন্য’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন একটি নতুন ঘর।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
বিআরএসটি/এসএস