ইয়েমেনের দক্ষিণ-পূর্ব শাবওয়াহ প্রদেশে আকস্মিক বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবারের (২৫ আগস্ট) এ ঘটনার পর গত সপ্তাহ থেকে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
প্রদেশের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বায়হান, জারদান, আরমা এবং কৌরা উপত্যকায় বন্যায় ছয়জন নিহত হয়েছেন।
মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় তিনটি যানবাহনও ভেসে গেছে এবং প্রদেশের সরকারি রাস্তাঘাট, বিদ্যুৎ নেটওয়ার্ক, ব্যক্তিগত সম্পত্তি এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর-পশ্চিম ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে, হুথি-নিয়ন্ত্রিত ওয়েবসাইট একটি বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কুয়াইদিনার আল-খাদরা গ্রামে একটি বাড়ি ধসে তিন শিশু নিহত এবং তাদের বাবা-মা আহত হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুথি গোষ্ঠীর মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের ফলে ইয়েমেনের ভঙ্গুর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে মৌসুমী বন্যার মানবিক ক্ষতি বেড়েছে এবং বাসিন্দারা মৌলিক পরিষেবার অভাবের অভিযোগ করছেন।
বিআরএসটি / জেডএইচআর