সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে ছোটপর্দার অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার লেখেন, ‘অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না। সে যেই হোক। তবে যার সঙ্গে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ, সে তার বন্ধু থেকে চামচা―কে, কী, সবার চেহারা জেনে যাবে।’
তিনি লিখেছেন, ‘সবার ব্যাপারে স্বচ্ছ ধারণা নিয়ে হাসিমুখে সামনের জীবনে চলতে পারবে। এতে সে পরবর্তীতে তাদের হাতে খুন হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে জানলে সফলতম জায়গায় পৌঁছানো সম্ভব। সত্যি অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না।’
এ অভিনেতা লিখেছেন, ‘তবে এটাও সত্য, সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই। ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ইহকাল খুবই ছোট। এতটাই ছোট যে, আমাদের নিজেদেরও জানা নেই। এই ছোট জীবনেও অন্যের দিকে তাকানোর সময় কোথায়? মালাক আল-মউতের চেহারা আপনার সামনে কেমন হবে, সেটা ভেবেছেন? আমি ভেবেছি। এই ভাবনার শেষ নেই…।’
সবশেষ নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ প্রসঙ্গে শামীম হাসান সরকার লিখেছেন, ‘অকারণে মিথ্যা অভিযোগের বিপদে আমার থেকে মিডিয়ার কোনো টেলিভিশন অভিনেতা পড়েনি। আমি চলতে শিখেছি, আপনারাও শিখে ফেলুন। আল্লাহ একমাত্র ভরসা।’
বিআরএসটি/এসএস