ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নাসের হাসপাতালে সোমবার (২৫ আগস্ট) কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সাংবাদিক। এর মধ্যে দুইজন রয়টার্স ও আলজাজিরায় কাজ করতেন, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। প্রথম হামলায় রয়টার্সের কন্ট্রাক্টর ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি নিহত হন, কর্মকর্তারা জানিয়েছেন। দ্বিতীয় হামলায় রয়টার্সের কন্ট্রাক্টর ফটোগ্রাফার হাতেম খালেদ আহত হন, তারা আরও জানিয়েছেন।ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রী কার্যালয় হামলা সম্পর্কে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দ্বিতীয় হামলাটি তখন ঘটেছিল যখন উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যান। রয়টার্সের লাইভ ভিডিও ফিড, যা পরিচালনা করেছিলেন আল-মাসরি, প্রথম হামলার মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে যায়, রয়টার্সের ফুটেজে তা দেখানো হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অন্যান্য তিন সাংবাদিকের নাম উল্লেখ করেছেন, তারা হলেন মারিয়াম আবু দাগগা, মুহাম্মদ সালামা এবং মওয়াজ আবু তালহা। এছাড়াও একজন উদ্ধারকর্মী নিহতদের মধ্যে ছিলেন।
বিআরএসটি/এসএস