28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদ

ওয়াশিংটন-নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের মুখে, ট্রাম্পকে সতর্ক করলেন নিকি হ্যালি

সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার নিউজউইক-এ প্রকাশিত এক প্রবন্ধে হ্যালি বলেন, আমেরিকা যদি সত্যিই চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে চায়, তবে ভারতকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখতে হবে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি মস্কো থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর আগে ভারতীয় পণ্যের ওপরও সমপরিমাণ শুল্ক বসানো হয়েছিল। একই সঙ্গে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নয়াদিল্লি প্রত্যাখ্যান করায় উত্তেজনা আরও বেড়েছে।

নিকি হ্যালি সতর্ক করে বলেন, চীনকে মোকাবিলা করতে হলে ভারতের মতো একমাত্র দেশকে পাশে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই সম্পর্ক ভেঙে যাওয়া কৌশলগত বিপর্যয় হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য ভারত অপরিহার্য, কারণ দেশটি সরবরাহ চেইনকে চীন থেকে সরাতে সহায়তা করতে পারে।

তার মতে, সস্তা ফোন, টেক্সটাইল বা সোলার প্যানেলের মতো পণ্য উৎপাদনে ভারত চীনের বিকল্প হতে পারে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সহযোগিতা মুক্ত বিশ্বের নিরাপত্তার জন্য বড় সম্পদ।

হ্যালি বলেন, ‘ভারতের ভৌগোলিক অবস্থান চীনের বাণিজ্য ও জ্বালানি প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে, যা সংঘাতের পরিস্থিতিতে বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হবে’।

তিনি মনে করেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং দ্রুততম হারে বেড়ে ওঠা অর্থনীতির দেশ হিসেবে ভারতের উত্থানই হচ্ছে চীনের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে বড় বাধা।

‌‘সরাসরি বলতে গেলে, ভারতের শক্তি যত বাড়বে, চীনের উচ্চাকাঙ্ক্ষা ততটাই সঙ্কুচিত হবে। তবে চীনের উত্থান যেখানে মুক্ত বিশ্বের জন্য হুমকি, ভারতের গণতান্ত্রিক উত্থান তেমন কোনো আশঙ্কা সৃষ্টি করে না,’ যোগ করেন হ্যালি।

নিকি হ্যালি ট্রাম্প প্রশাসনের সময় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্ত্রিসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত সদস্য ছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

‘এক-এগারোর পুনরাবৃত্তি ঠিক হবে না’ : ইকবাল করিম

brs@admin

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি

News Desk

ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

brs@admin

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin
Translate »