28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাহমুদ হোসাইন, পিরোজপুর : পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সদর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো: আলাউদ্দিন খান।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রিয়াজ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণ একটি স্বেচ্ছাসেবক দলের প্রয়োজনীয়তা অনুভব করে স্বেচ্ছাসেবক দল গঠন করেন। সেই থেকে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি এবং সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। পরে বিভিন্ন স্থানে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বিআরএসটি/এসএস

Related posts

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

brs@admin

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

News Desk

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

brs@admin
Translate »