গত ১৮ আগস্ট তুলা আমদানিতে ১১ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত সরকার। যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো টেক্সটাইল। এই খাতে ক্ষতির প্রভাব কিছুটা কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে এ সিদ্ধান্ত।
বাংলাদেশের দেখাদেখি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাদের এই উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আরোপিত চড়া শুল্কের প্রভাব কমাতে সাহায্যের পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনায় বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে নয়াদিল্লি।
এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমাতেও সহায়ক হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা রপ্তানিকারক দেশ এবং একটি বাণিজ্য চুক্তির আলোচনায় তারা ভারতীয় বাজারে আরও প্রবেশাধিকারের জন্য চাপ দিয়ে আসছে।
বিআরএসটি/এসএস