28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

জোয়ারের প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবণ

নিম্নচাপের প্রভাবে জোয়ারের মাত্রাতিরিক্ত পানিতে আবারো তলিয়েছে পুরো সুন্দরবন। কোথাও সাড়ে তিন ফুট, আবার কোথাও আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। তবে এতে বন্যপ্রাণীর তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বনবিভাগ।
এদিকে নিম্নচাপের প্রভাবে তলিয়েছে মোংলার পশুর নদীর পাড়ের ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট। তবে ভাটায় পানি নেমে যাওয়ায় ক্ষতি ও জলাবদ্ধতার ঝুঁকি কম রয়েছে এ এলাকায়।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, শনিবার দুপুরের জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে। আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে করমজল, জোংড়া, মরাপশুর, হাড়বাড়ীয়, ঘাগরামারী ও লাউডোব এলাকা। এছাড়া সাড়ে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে হিরণপয়েন্ট, কটকা ও কচিখালী বনাঞ্চল। পুরো বনের ভেতরই আড়াই থেকে সাড়ে তিন ফুট উচ্চতার পানিতে তলিয়ে আছে।
তিনি আরও বলেন, এতে বনের ও বন্যপ্রাণীর ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই। কারণ পুরো বন জুড়ে ৪০টি টাইগার টিলা (উঁচু টিলা) রয়েছে। বনের ভেতরে পানি বাড়লে বাঘ, হরিণ ও শুকরসহ অন্যান্য প্রাণী উঁচু টিলায় আশ্রয় নিয়ে থাকে। আর দুই আড়াই ঘণ্টা পর ভাটায় আবার এ পানি নেমে যায়। ফলে বন্যপ্রাণীর ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এছাড়া ক্ষতি হবে না বনের অভ্যন্তরে থাকা ৮৮টি মিষ্টি পানির পুকুরেরও। কারণ পুকুরগুলোর পাড় অনেক উঁচু, তাই লবণ পানি ঢুকে মিষ্টি পানির আধারগুলোর ক্ষতির কোনো সম্ভাবনা নেই।
বিআরএসটি/এসএস

Related posts

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সংকেত

News Desk

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

News Desk

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

News Desk

কারাগারে অং সান সু চির শারীরিক অবস্থার অবনতি, দাবি ছেলের

News Desk

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা

News Desk
Translate »