রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন অধ্যাপক মাহফুজুর

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সঙ্গে হাসপাতালে ডিবি আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়।

এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফাঁসি চান এই চিকিৎসক।

এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর অংশ হিসেবে সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। সবশেষ গত সোমবার (১৮ আগস্ট) সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় শহিদদের বাবা-ভাইসহ তিনজন। ওই সময় তারা আন্দোলনে সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন।

এদিকে বুধবার ট্রাইব্যুনালে রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আলোচিত এ মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

এএসপি আরিফুজ্জামান বরখাস্ত

News Desk

অবৈধ সম্পদ ও সন্দেহভাজন লেনদেন, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

News Desk

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

News Desk

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

brs@admin

জাতিসংঘের পুনর্গঠন চাইলেন সাইফুল হক

brs@admin
Translate »