পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে আটক করেছে পুলিশ।
রায়হান পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, আমাদের একজন অফিস সহকারীকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করেছে। আমরা বিষয়টি অবগত হয়েছি।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আটককৃত রায়হান নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৫ আগস্টকে কেন্দ্র করে সে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস