28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মণিরামপুরের কুলটিয়ায় ত্রাণ বিতরণ

নাজিম উদ্দীন, যশোর : যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে জলাবদ্ধতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।

গতকাল তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও বন্যার কবলে থাকায় কুলটিয়া ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। অনেকেই ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ইউএনও নিশাত তামান্না নিজে ত্রাণ নিয়ে বানভাসি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। তাঁর সঙ্গে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম।

ইউএনও নিশাত তামান্না বলেন, “জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিচ্ছি।” এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।

উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে যথাযথভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”
বিআরএসটি/এসএস

Related posts

২ দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

News Desk

প্রতিরক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত: আবদুল্লাহি

News Desk

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট

News Desk

ভোটার হচ্ছেন জুবাইদা রহমান

brs@admin

ধানের শীষ প্রতীকের আলাদা ব্যালট ছাপানো হবে : চান্দিনা যুবদল আহবায়ক

News Desk

সিনেমায় এবার মার্ক জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

News Desk
Translate »