শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পাকিস্তানের বিপক্ষে ভারতকে না খেলার আহ্বান হরভজনের

ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামা উচিত নয় ভারতের। এশিয়া কাপটি ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে।

হরভজন বলেন, ‘খুন আর পানি একসাথে বইতে পারে না। আমরা ওদের এত গুরুত্ব দিই কেন?’ সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে খেলতে অস্বীকৃতি জানায়। শিখর ধাওয়ান, যুবরাজ সিং, হরভজন, ইরফান পাঠান, সুরেশ রায়না ও ইউসুফ পাঠানদের নিয়ে গড়া এই দলটি পেহেলগাম হামলার পর এই সিদ্ধান্ত নেয়।

হরভজনের মতে, ‘দেশ আগে, বাকি সব পরে। আমাদের দেশের সেই জওয়ান যারা সীমান্তে দাঁড়িয়ে থাকে, যাদের পরিবার অনেক সময় তাদের দেখতে পায় না, যারা জীবন দিয়ে শহীদ হন — তাদের ত্যাগ বিশাল। তার তুলনায় একটা ক্রিকেট ম্যাচ না খেলা খুব ছোট ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের অবস্থানও একই — খুন আর পানি একসাথে বইতে পারে না। সীমান্তে লড়াই চলছে, দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে, আর আমরা গিয়ে ক্রিকেট খেলব — এটা হতে পারে না। বড় সমস্যা মিটতে হবে আগে, তারপর এসব খেলার কথা ভাবা যাবে।’

হরভজন মনে করেন, দেশের স্বার্থে ক্রিকেটারদেরই শুধু নয়, গণমাধ্যমেরও দায়িত্ব আছে। তার ভাষায়, ‘আমরা ওদের এত গুরুত্ব কেন দিই? তারা কি এত গুরুত্বপূর্ণ যে প্রতিটি নিউজ চ্যানেল তাদের দেখাবে? যখন আমরা ওদের বর্জন করেছি, তখন কেন তাদের এখানে দেখাচ্ছি? মিডিয়ার উচিত এটা বন্ধ করা।’

তিনি বলেন, ‘ক্রিকেটারদের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো উচিত নয়, আবার মিডিয়ারও উচিত নয় তাদের প্রতিক্রিয়া প্রচার করা। তারা তাদের দেশে বসে যা খুশি বলতে পারে, কিন্তু আমরা তা দেখিয়ে প্রচার করব কেন?’

এশিয়া কাপে ভারত গ্রুপ ‘এ’-তে আছে ওমান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে। গ্রুপ ‘বি’-তে আছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। ভারত এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। গত আসরে তারা ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে অষ্টম শিরোপা জিতেছিল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

এশিয়ায় খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ; এডিবির প্রতিবেদন

News Desk

পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

News Desk

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

brs@admin

ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: মার্কিন মন্ত্রী

News Desk

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

News Desk

তুলা আমদানিতে বাংলাদেশের পথেই হাঁটছে ভারত!

News Desk
Translate »