গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা, এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বের করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেচ আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
বুধবার (১৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ২০১৫ সালে গুম হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটি তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসানের বাবা জসীমউদ্দীন জানান, আমার ছেলে এখনো ফিরে আসেনি। আমি বর্তমান সরকারের কাছে আমার ছেলের খোঁজ চাচ্ছি মৃত অথবা জীবিত।
গুমের শিকার ভাগ্নের সন্ধান দাবি করে আখতারুজ্জামান নামে একজন বলেন, আমার ভাগ্নে এখনও ফিরে আসেনি। আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন অথবা তার সন্ধান দিন। যদি অপরাধ করে তাহলে আইন অনুযায়ী তার বিচার করা হোক। গুম করার অধিকার তো কাররই নেই। কিন্তু এই সরকার এখন পর্যন্ত কোন সন্ধান দিতে পারিনি। আমরা আইসিটিতে গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনো গুমের সাথে জড়িত প্রশাসনের সেই সদস্যরা গ্রেফতার হয়নি। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিআরএসটি/এসএস