28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মোদি-জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, তিনি ইউক্রেন যুদ্ধের ‘দ্রুত ও শান্তিপূর্ণ’ সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর তিনি এ কথা জানান।

এই আলোচনাটি এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে শুক্রবার আলাস্কায় হতে যাওয়া একটি সম্মেলনের প্রেক্ষাপটে, যেখানে তিন বছর ধরে চলা যুদ্ধের সমাধানের চেষ্টা করা হবে।

এ ছাড়া গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেন মোদি। সেখানেও তিনি সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধান’ চাইছেন।

মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারির আগ্রহের মধ্যেও টিকে আছে। এই সমন্বয় কৌশলের ফলে নয়াদিল্লি রাশিয়ার ইউক্রেন যুদ্ধের নিন্দা এড়িয়ে চলেছে এবং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব করেছে।

জেলেনস্কির সঙ্গে আলাপের পর মোদি বলেন, ‘আমি ভারতের অবিচল অবস্থান ব্যক্ত করেছি, সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো লিখেছেন, ‘এই বিষয়ে সর্বাত্মক অবদান রাখার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করার পর থেকে লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ ঘরছাড়া হয়েছে। এই বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা ফলপ্রসূ হয়নি এবং আলাস্কায় সম্মেলন যুদ্ধের সমাধান কতটা এগিয়ে আনবে তা এখনো অজানা।

পুতিন এই পর্যায়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এমন একটি বৈঠক চুক্তির জন্য অপরিহার্য।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

News Desk

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

News Desk

কমালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করলেন ট্রাম্প

News Desk

সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থপাচারের রুট উন্মোচন করল সিআইডি

News Desk

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

brs@admin

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি

News Desk
Translate »