28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

আমি ওই খারাপদের মধ্যে একজন নই : টিউলিপ সিদ্দিক

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এতে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানেন না।
তবে গত সপ্তাহে এক সাংবাদিকদের বরাতে তার আইনজীবী জানতে পারেন, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসেবে মন্তব্য করেছেন। কিন্তু আওয়ামী সরকারের লোকজন দুর্নীতি করেছে বলে স্বীকার করেছেন তিনি। টিউলিপ বলেন, কোনো সন্দেহ নেই বাংলাদেশে অনেকে খারাপ কাজ করেছে। এজন্য তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি ওই খারাপদের মধ্যে একজন নই।

দুর্নীতির মামলার ব্যাপার টিউলিপ বলেন, আমি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমন পাইনি। আমি বলছি, আমি একটি বিদেশি রাষ্ট্রে শো-কেস বিচারের কাছাকাছি আছি। আমি এখনো জানি না আমার বিরুদ্ধে অভিযোগগুলো কী। আমি যেন কাফকাসকেউর দুঃস্বপ্নে পড়েছি। যেখানে আমার বিচার করা হচ্ছে। কিন্তু আমি জানি না অভিযোগগুলো কী এবং কিসের বিচার হচ্ছে।

টিউলিপের বিরুদ্ধে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। বিশেষ করে ২০১৩ সালে শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরে যাওয়ার তার বিরুদ্ধে অভিযোগের তীর। তবে টিউলিপ জানিয়েছেন, ওই বছর তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া গিয়েছিলেন এবং হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। অপরদিকে পুতিনের সঙ্গে তার মাত্র দুই মিনিট কথা হয়েছিল।

টিউলিপ দাবি করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার খালা সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্বে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, সত্যি হলো আমি মুহাম্মদ ইউনূস এবং আমার খালার দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি। এগুলো হলো সেই বড় বিষয়, যেগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা দুর্নীতির তদন্ত নিয়েও মন্তব্য করেছেন টিউলিপ। তিনি বলেছেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইছি না। তার সরকারের শেষ কীভাবে হয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে, আমি তা জানি। আমি আশা করি বাংলাদেশের মানুষ যা চায় তাই তারা পাবে।
বিআরএসটি/এসএস

Related posts

বাকের মজুমদারকে সমর্থন, সরে দাঁড়ালেন জিএস প্রার্থী  মাহিন

News Desk

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

News Desk

পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে ইসি

News Desk

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি

brs@admin

ঈদুল আজহার বিশেষ ট্রেন যাত্রা শুরু

brs@admin

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin
Translate »