দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভিত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বিআরএসটি/এসএস

previous post
next post