পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পিরোজপুর জেলার তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আমরা দেশের প্রতিটি জেলায় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছি। প্রত্যেক নেতাকর্মীর উদ্দেশ্য একটাই হওয়া উচিত-দলকে সুসংগঠিত রাখা ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করা। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবেন বা সংগঠনের ক্ষতি করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে। সেই লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি নেতাকর্মীকে তথ্যপ্রযুক্তি ও আধুনিক রাজনৈতিক কৌশলে দক্ষ হয়ে মাঠে কাজ করতে হবে। তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
মতবিনিময় সভায় দলের নেতারা বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে- এই দেশের জনগণ স্বৈরাচারী শাসনের অবসান চায়। আমাদের আন্দোলন গণমানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য।”
সভায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বক্তারা বলেন, “ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে তারা অতীতে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আমরা মুসলমান, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করি না।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআরএসটি/এমএইচ/আরএন