রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ।

রোববার (৩ আগস্ট) হাজার হাজার বিক্ষোভকারী বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন।

রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ শহরের ‘প্রতীক’ হিসেবে পরিচিত সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয়, মিছিলটি এগিয়ে যেতে পারে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের মতে, তারা শত শত নিরাপত্তাকর্মী মোতায়েন করছে এবং বিক্ষোভকারীদের ‘শান্তিপূর্ণ’ থাকার আহ্বান জানিয়েছে।

মেলবোর্নেও একই সময়ে একই ধরণের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানের ব্যাপক পুলিশ উপস্থিত ছিল।

অন্যদিকে, এদিনই গাজা দখল করে সেখানে ইসরাইলের সম্পূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠার কথা বলেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির।

জেরুজালেমে একটি বিতর্কিত জায়গায় রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন ইটামার।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তারেক রহমানের উপহারের ঘর পেলেন শাহীনুর

News Desk

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে

brs@admin

লাহোর কালান্দার্সের জার্সিতে জাদু দেখাচ্ছেন রিশাদ

brs@admin

আইএসপিআরের বক্তব্য গণঅধিকার পরিষদের প্রত্যাখ্যান

News Desk

মেঘনায় ছয়টি বাল্কহেড ডুবি

News Desk

গাজা দখলের অভিযান শুরু করলো ইসরায়েল

News Desk
Translate »