ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৩ আগস্ট) দুপুরে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদারের পরিচালনায় ‘৩৬ জুলাই: স্টেট ভার্সেস পিপল’ শিরোনামে প্রামাণ্যচিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাকে কখনো সরিয়ে দিতে পারবো না। তাদের যদি কাছে টানা যায় তাহলে আমাদের বন্ধুত্ব বাড়বে। সেজন্য তাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক তৈরি করা বেশি প্রয়োজন।
বিআরএসটি/এসএস