রোববার (৩ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। এতে তিনি হাসপাতালের কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেন, কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন।
পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দিতে হবে বলে। কত বছর কার সাথে প্র্যাকটিস করেছে তার কোন নিয়ম নেই।’
বিআরএসটি/এসএস