শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনেও আন্দোলন করছে জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টা থেকে শাহবাগ অবরোধ করেন তারা। তারা জানান, দাবি মানা না হলে রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে জেলা উপজেলার জুলাই যোদ্ধারা যোগ দেবে কর্মসূচিতে।
জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করছেন তারা।
প্রথম সকাল থেকেই অস্থায়ী মঞ্চে বক্তব্য শুরু করেন কর্মসূচিতে নেতারা। তারা বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান হবে। যোগ দেবে জেলা উপজেলার যোদ্ধারা।
শাহবাগে মোড়ে মূল সড়কে ব্যারিকেড দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। যদিও অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন ছেড়ে দেওয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস

previous post