সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বিদ্যমান পরিবর্তনশীল ভূ-রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাপস্টোন কোর্স কৌশলগত অন্তর্দৃষ্টি, সহযোগিতা ও জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ (৩১ জুলাই) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী স্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫ এর সমাপনী আয়োজনে এ কথা বলেন সেনাপ্রধান।
এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সরকারি ও বেসরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ সর্বমোট ৪৫ জন ফেলো অংশ নেন।
বিআরএসটি/এসএস