ফিলিপাইনের সেনারা রোববার (২৭ জুলাই) একটি কেন্দ্রীয় প্রদেশে অভিযান চালিয়ে ৭ জন কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে। কয়েক দশক ধরে চলা বিদ্রোহের উত্তাপের সর্বশেষ ঘটনা এটি।
গত সপ্তাহে মাসবাতে প্রদেশে এক সংঘর্ষে সেনাবাহিনী দুই জন নিউ পিপলস আর্মি গেরিলাকে হত্যা করে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে উসন শহরের পশ্চাদাঞ্চলে পালিয়ে যাওয়া বিদ্রোহীদের সঙ্গে ফের সংঘর্ষ হয়।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ৩০ মিনিটের গোলাগুলিতে বিদ্রোহীদের সাতজনকে হত্যা করেছে বাহিনীর নবম পদাতিক ডিভিশন। সাতটি অ্যাসল্ট রাইফেল এবং দুটি গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, কমপক্ষে ৮ জন বিদ্রোহী বিভিন্ন দিকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তাদের ধাওয়া করা হচ্ছে।
নবম পদাতিক ডিভিশনের মেজর রোল্ডান টেলিফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ৯ লাখেরও বেশি লোকের দারিদ্র্যপীড়িত দ্বীপ প্রদেশটিতে প্রায় ৫০ জন সশস্ত্র গেরিলা এখনো রয়ে গেছে। ‘আমরা শেষ ধাপে আছি।’ অর্থাৎ তারা বিদ্রোহীদের ‘নির্মূলের’ খুব কাছে।
ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাওনার জুনিয়র গত সপ্তাহে বলেছিলেন, এশিয়ার দীর্ঘতম বিদ্রোহগুলোর মধ্যে একটি – ৫৬ বছরের সংঘাতে আনুমানিক ২৫ হাজার বিদ্রোহী বাহিনীর মধ্যে ৯০০ জনেরও কম বিদ্রোহী এখনো রয়ে গেছে। তাদের বেশিরভাগের অবস্থান পূর্ব গ্রামীণ অঞ্চলে।
প্রসঙ্গত, আলোচনা চলা সত্ত্বেও উভয় পক্ষ একে অপরকে মারাত্মক আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করায় সম্প্রতি তৃতীয় দেশের প্রস্তাবিত শান্তি আলোচনা ভেঙে পড়ে।
বিআরএসটি / জেডএইচআর