শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদরাজনীতি

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন খায়রুল হক, তা রাষ্ট্র ও জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শামিল।
মির্জা ফখরুল বলেন, “সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রায় তিনি দিয়েছিলেন, তা এই রাষ্ট্রের বিপক্ষে গেছে। বিলম্বে হলেও তাকে গ্রেপ্তার করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এখন সঠিকভাবে তদন্ত হবে – এটাই জাতির প্রত্যাশা।”
বিএনপি মহাসচিব আরও দাবি করেন, খায়রুল হকের দেওয়া রায়ের ফলেই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।
এসময় খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের বিরুদ্ধে তার মত যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, তার (খায়রুল হক) রায়ের কারণে দেশে সব সঙ্কট তৈরি হয়েছে। যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত থেকেছে।
বিআরএসটি/এসএস

Related posts

যৌথ বাহিনীর অভিযানে কোপা মাসুদ গ্রেপ্তার

News Desk

বাংলাদেশের প্রশংসা জাপানি এমপিদের

News Desk

খালেদা জিয়ার জন্মদিন: কেক না কাটার নির্দেশ বিএনপির

News Desk

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin

সেলিম প্রধান গ্রেপ্তার

News Desk

নারী উপস্থাপককে একহাত নিলেন ইসরাত পায়েল

brs@admin
Translate »