রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বার্তা

গাজা ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করায় ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। ইইউর শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েল যদি গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে। অর্থাৎ ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেয়ার মতো হুমকি দেয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এই সতর্কীকরণ বার্তা দিয়েছেন। তার এই বার্তা এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইউরোপ ভ্রমণ করবেন। খবর আল জাজিরার

এক্স পোস্টে ক্যালাস বলেন, ‘অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য ইসরায়েল যদি প্রতিশ্রুতি পূরণ না করে তবে সকল বিকল্প টেবিলে রয়েছে। গাজায় ত্রাণপ্রার্থী বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড অমার্জনীয়।’

আরও পড়ুন: ৮০ শিক্ষার্থীকে বড় ধরনের শাস্তির আওতায় আনলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। গিডিয়নকে তিনি বলেছেন, সহায়তার বিষয় তাকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশ্যই বিতরণ পয়েন্টে মানুষ হত্যা বন্ধ করতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষ সংকটের বিষয়ে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার জন্য এমন সময়ে সতর্ক করেছে, যখন অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ১০১ জনে দাঁড়িয়েছে।

এই মাসের শুরুতে গাজায় যুদ্ধের ক্রমবর্ধমান সমালোচনার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করার জন্য ইইউর একটি বৈঠকের পর ক্যালাস বলেছিলেন, ইসরায়েল ছিটমহলে মানবিক পরিস্থিতির উন্নতি করতে সম্মত হয়েছে।

এর মধ্যে ত্রাণ ট্রাকের সংখ্যা, ক্রসিং পয়েন্ট এবং বিতরণ পয়েন্টে যাওয়ার রুট বাড়ানোর প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সাহায্য কর্মকর্তারা বলছেন, চুক্তি সত্ত্বেও গাজায় মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি পায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য একটি ইউরোপীয় দেশে ভ্রমণ করবেন। একইসঙ্গে গাজার জন্য একটি সাহায্য করিডোর চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন। মিডিয়া রিপোর্ট বলছে, তিনি আরও আলোচনার জন্য মধ্যপ্রাচ্যেও যেতে পারেন।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের জন্য নতুন বিজ্ঞপ্তি

News Desk

গণশুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে জনসমক্ষে চড়!

News Desk

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

brs@admin

ভারতের পোশাক রপ্তানি খাতে ধাক্কা : অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

News Desk

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান

News Desk

“হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটা ‘তামাশার’ জায়গা“ বললেন ট্রাম্প

brs@admin
Translate »