একটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। রোববার (২০ জুলাই) সকালে সংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রহসন শুরু করেছে প্রশাসন। ডাকসু নির্বাচন বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয় ককটেল ফোটানো হয়েছে। দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে।
এদিকে ডাকসু নির্বাচনের দাবিতে আজ সকালে কয়েকজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
বিআরএসটি/এসএস