অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমার পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে স্পষ্ট আলোচনা করেছি। একটি বিষয় স্বীকার করতে হবে, সেটি হলো চুক্তি বাস্তবায়ন হচ্ছে না মানেই এখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য রাস্তা খোঁজা হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে পার্বত্য চুক্তির বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভূমি জরিপ ও চুক্তির অবাস্তবায়িত ধারা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই পরবর্তী সভা করা হবে।
সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, পার্বত্য চুক্তি নিয়ে আলোচনা আন্তরিকতা ও ফলপ্রসূ রয়েছে।
এদিন সভায় উপস্থিত ছিলেন- উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব শামসুল হক, মঙ্গল চন্দ্র পাল।
বিআরএসটি/এসএস