শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

ক্লাব বিশ্বকাপের রোমাঞ্চের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৪-২৫ মৌসুমের। এবার সামনে তাকানোর পালা। নতুন মৌসুম ঘিরে শুরু হয়ে গেছে উত্তেজনা। কেউ ব্যস্ত প্রাক-মৌসুম প্রস্তুতিতে, কেউ বা দলবদলের বাজারে দল গঠনে। আর ফুটবলপ্রেমীরা গুনছে দিন—কবে মাঠে গড়াবে ইউরোপের শীর্ষ লিগগুলোর লড়াই।

ববাবরের মতোই ২০ ক্লাব নিয়ে ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ৩৪ তম আসর। তবে বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে। প্রিমিয়ার লিগের শুরু থেকেই থাকবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার। যা গত মৌসুমের শেষ দিকে ছিল। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে বদলাচ্ছে অফিশিয়াল বল। নাইকের বদলে বল সরবরাহ করবে পুমা। আসন্ন আসরে নাম লিখিয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড।

প্রিমিয়ার লিগের সাথে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবারের লা লিগায় নতুন মুখ হয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় ২০২৫–২৬ মৌসুম হতে চলেছে ৬৩তম আসর। ১৮টি দল নিয়ে ২২ আগস্ট বুন্দেসলিগা শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ।

প্রিমিয়ার লিগ ও লা লিগার সঙ্গে একই দিনে কিক অফের অপেক্ষায় ফরাসি লিগের ৮৮তম আসর। তবে সবার শেষে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান লিগ সিরি আর ১২৪তম আসর। ২৩ আগস্ট শুরু হওয়া ২০ দলের এই লিগ শেষ হবে ২৪ মে।

লিগের বাইরে ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শুরু হয়েছে ৮ জুলাই থেকে। ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। চ্যাম্পিয়নস লিগের কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin

রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার : সালেহউদ্দিন আহমেদ

News Desk

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

News Desk

ডেঙ্গুতে শিশুসহ দুইজনের প্রাণহানি

News Desk

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »