রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরাইলের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে।

আইডিএফ এর দাবি, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণকে রক্ষায় এ হামলা চালানো হয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলে এই সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালানো সরকারি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার করেছে ইসরাইল।

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের হামলায় সিরিয়ার তিন নেতৃস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন।

বিবিসি-র খবরে বলা হয়, দামেস্কে প্রতিরক্ষামন্ত্রণালয়ে হামলায় ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। ভবনটি আংশিক ধ্বংস হয়ে গেছে। ছবিতে ভবনের সামনে এবং রাস্তার চারপাশে ধ্বংসস্তুপ দেখা গেছে।

হামলার পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইসরাইলের সামরিক এক কর্মকর্তা জানান, তাদের সেনাবাহিনী দামেস্কের একটি সামরিক সদরদপ্তরের প্রবেশপথে এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। দ্রুজরা সরকারবিরোধী হিসেবে পরিচিত। তবে প্রেসিডেন্ট বাশারের পতনের পরও তাদের উল্লাস করতে দেখা গিয়েছিল।

ইসরায়েল বলছে, দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা সিরিয়ায় হামলা চালাচ্ছে।

গত কয়েকদিন ধরে ইসরাইলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরিয়ার সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে তাদের সঙ্গে দ্রুজদের সংঘাত শুরু হয়।

এই পর্যায়ে ইসরাইলি বাহিনী সেখানে হস্তক্ষেপ করে। সোমবার তারা ওই অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালানোর পর মঙ্গলবার ফের হামলা চালায়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

News Desk

জীবন আহমেদের ক্যামেরায় ৩৬ জুলাই

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

ইউনেস্কো বাংলাদেশকে প্রকৃত সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখে : গ্যাব্রিয়েলা রামোস

brs@admin

বাসে অগ্নিসংযোগের চেষ্টা, শ্যামপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

News Desk
Translate »