সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুবায়দা প্রদেশে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষের কারণে সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু হওয়ার পর হতাহতের এই হালনাগাদ সংখ্যা বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ জুলাই) একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুসারে জানা গেছে, নিহতদের মধ্যে ৯২ জন দ্রুজ সংখ্যালঘু সদস্য, এদের মধ্যে ২১ জন বেসামরিক নাগরিক, ৯৩ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেদুইন রয়েছে।
বিআরএসটি / জেডএইচআর