বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন ডেন্টাল অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২ জুলাই বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
ওই আদেশে বলা হয়, জানয়ারি/জুলাই ২০২৫ সেশনের অনুষ্ঠিত পরীক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেনকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডেন্টাল অনুষদের ডিন পদে নিয়োগ দেয়া হলো।
বিআরএসটি/এসএস