ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদককে পাঁচদিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (১৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান ব্যারিস্টার কায়সার কামাল।
যুগান্তরের সেই প্রতিবেদন নিয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে তিনি বলেন, অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্ট করা হয়েছে, তার নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি, আগামী পাঁচ দিনের মধ্যে ওনাকে পাবলিকলি ক্ষমা চাইতে হবে।
বিআরএসটি/এসএস