রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছে গণঅভ্যুত্থানে আহত কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় প্রথমে বারডেম হাসপাতালের পাশে অবস্থিত কার্যালয়টিতে তালা লাগিয়ে দেয়া হয়।
এ সময় ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে উত্তেজিত হয়ে উপস্থিত প্রায় ২০ থেকে ২৫ জন ‘জুলাই যোদ্ধা’ অফিসে ভাঙচুর করেন।
আহত কয়েকজন বলেন, পুরোপুরি সুস্থ ব্যক্তিরা ফাউন্ডেশন থেকে টাকা পেয়েছে। কিন্তু প্রকৃত আহতদের এক লাখ টাকাও দেয়া হয়নি।
পরে অফিস কক্ষে গিয়ে দেখা যায়, অনেকগুলো চেয়ার এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। এছাড়া, তিনটি দরজার গ্লাস ও পানির ফিল্টারও ভাঙা অবস্থায় দেখা যায়।
বিআরএসটি/এসএস