28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

সব তারকাকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী স্কারলেট জোহানসন

বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর সাফল্যের পর তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা প্রধান চরিত্রের অভিনেত্রী। মার্কিন বিনোদনমাধ্যম দ্য র্যাপ-এর তথ্য অনুযায়ী, স্কারলেটের অভিনীত ছবিগুলোর সম্মিলিত আয় এখন দাঁড়িয়েছে ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

৪০ বছর বয়সি এই তারকার আয়ের বড় অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি ছবি ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ তার ‘ব্ল্যাক উইডো’ চরিত্রের উপস্থিতি থেকে এসেছে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ ছবিতে স্কারলেট অভিনয় করেছেন জোরা বেনেট চরিত্রে, যিনি এক সাবেক সামরিক কর্মকর্তা। ছবিতে তাকে পাঠানো হয় ডাইনোসরে পূর্ণ এক দ্বীপে একটি বিপজ্জনক অভিযানে। মুক্তির মাত্র ছয় দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে; শীর্ষে আছে চীনের অ্যানিমেটেড সিকুয়েল ‘নে ঝা ২’।

বক্স অফিস বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট দ্য নাম্বার্স-এর তথ্য অনুযায়ী, প্রধান বা সহ-প্রধান চরিত্রে অভিনীত স্কারলেটের ছবিগুলোর মোট আয় এখন ১৪.৮ বিলিয়ন ডলার। এই তালিকায় রয়েছে মার্ভেল-যাত্রার সূচনালগ্নের ‘আয়রন ম্যান ২’, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল ‘সিং’ সিরিজ, যেখানে তিনি কণ্ঠ দিয়েছেন রকস্টার পোর্কুপাইন অ্যাশ চরিত্রে।

এই আয় দিয়ে স্কারলেট পেছনে ফেলেছেন স্যামুয়েল এল জ্যাকসন (৭১টি ছবি) ও রবার্ট ডাউনি জুনিয়র (৪৫টি ছবি)-এর মতো দীর্ঘ ক্যারিয়ারের মার্ভেল তারকাদেরও। অথচ স্কারলেটের এই অসাধারণ সাফল্য এসেছে মাত্র ৩৬টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছেন টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট।

এই মাইলফলক শুধু স্কারলেটের ক্যারিয়ারেরই নয় বরং সিনেমা ইতিহাসেও এক অনন্য নজির।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আট রেল স্টেশনে দুদকের অভিযান

brs@admin

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk

তুলা আমদানিতে বাংলাদেশের পথেই হাঁটছে ভারত!

News Desk

আমার অভিযোগ সব ডাক্তারদের বিরুদ্ধে নয়: আসিফ নজরুল

News Desk

পিরোজপুরে বিআরটিএ’র গণশুনানি

News Desk

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

brs@admin
Translate »