রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

দশমাইলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল নামক স্থানে পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত গৃহবধূ হালিমা খাতুন (৫০) জেলার সদর উপজেলার আস্করপুর গ্রামের বাসিন্দা। তিনি স্বামী মো. আফছার আলীর সাথে মোটরসাইকেল যোগে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পিছনে বসা হালিমা খাতুন মোটর সাইকেল থেকে পড়ে যান। ট্রাকটি হালিমা খাতুনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার স্বামী আফছার আলী ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান ।

দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত মহিলার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

News Desk

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন

brs@admin

নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা, আসামী ৩৫০০

News Desk

মুশফিকের ১৫০, লিটনের ৫০এ বাংলাদেশের ৪০০

brs@admin

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক আলোচনা শুরু

News Desk

গুয়াতেমালায় একাধিক ভূমিকম্প, গাড়িতে চাপা পড়ে নিহত ২

brs@admin
Translate »