রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।
মঙ্গলবার (১ জুন) ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, রাশিয়ান ও ফরাসি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
প্রেস সার্ভিস আরও জানিয়েছে, ফোনালাপের সময় পুতিন ম্যাক্রোঁকে বলেন, ইউক্রেন সংঘাত হলো ‘পশ্চিমা রাষ্ট্রগুলোর অনুসরণ করা নীতির প্রত্যক্ষ পরিণতি, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করেছে’ এবং ‘রাশিয়া-বিরোধী সেতুবন্ধন’ তৈরি করেছে।
রুশ নেতা ইউক্রেন ইস্যুতে মস্কোর দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, এটি হতে হবে ‘ব্যাপক এবং দীর্ঘমেয়াদী’। ইউক্রেন সংকটের ‘মূল কারণগুলো’ সমাধান করতে হবে এবং এটি হতে হবে নতুন আঞ্চলিক বাস্তবতার ওপর ভিত্তি করে।
পুতিন এবং ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস উল্লেখ করেছে, দুই নেতা একমত হয়েছেন যে, কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ এবং তারা সম্ভাব্য যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।
বিআরএসটি / জেডএইচআর