26.6 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ ফিলোসফি (এম.ফিল.) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বর্ধিত সময়সূচি অনুযায়ী ১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.du.ac.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়কের অধীনে ও মাধ্যমে এম.ফিল. প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।
ভর্তি ফরমের ফি বাবদ এক হাজার টাকা আগামী ২৪ জুলাইয়ের মধ্যে জনতা ব্যাংক টিএসসি শাখায় জমা দিতে হবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ফি বাবদ টাকা জমার রশিদের মূলকপি, সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ ও নম্বরপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
এছাড়া গবেষণার একটি রূপরেখা (সিনপসিস) জমা দিতে হবে।

বিআরএসটি/এসএস

Related posts

ফের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

brs@admin

পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট বড় সুযোগ পেয়ে যাবে : এ্যানি

brs@admin

যেসব স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

News Desk

যৌথ বাহিনীর অভিযানে কোপা মাসুদ গ্রেপ্তার

News Desk

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

brs@admin

সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

News Desk
Translate »