রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ৩জন গ্রেফতার

গাজীপুরে আপন প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ জুন) রাতে জাঝর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।

গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে গাছা থানার ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

brs@admin

যমুনার তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার

brs@admin

দশ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস

brs@admin

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

brs@admin

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

brs@admin

পাচার অর্থ ফেরত আসার হার একশতে এক টাকা : জাহিদ হোসেন

brs@admin
Translate »