28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন জোসেফ। তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। পরে সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে নেত্রকোণা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

News Desk

ডিভোর্স লেটার হাতে পেয়ে ফাঁস দিলেন স্বামী

brs@admin

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১২৯০ জন গ্রেপ্তার

brs@admin

আজ জুলাই শহীদ দিবস, রাষ্ট্রীয় শোক পালন

News Desk

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রেস উইং

brs@admin

দেশের মানুষ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

brs@admin
Translate »