পটুয়াখালী জেলার কলাপাড়ার অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম তালুকদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১২ টার পরে ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মৃত রামিম গন্ডামারি গ্রামের রহমান তালুকদারের ছেলে।
কলাপাড়া থানার এস আই শাহ আলম জানান, রামিম তালুকদার পেশায় জেলে। গতকাল রাত ১২টার পরে তিনি নদী থেকে মাছ শিকার করে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি সড়কের পাশে চার্জে দেয়া একটি অটোরিকশায় উঠে বসেন। অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফজরের নামাজের পর মৃতের মা খাদিজা বেগম ছেলেকে অটোরিকশার মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্বজন ও এলাকাবাসী এসে মরদেহ অটোরিকশা থেকে নামায়।
কলাপাড়া থানার এস আই বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস