28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

দেশ ছাড়ছেন অভিনেত্রী বাঁধন

জুলাই আন্দোলনে রাজপথে ও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থেকে আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এরপরের কয়েক মাস তিনি একেবারেই চুপ ছিলেন, সোশ্যাল মিডিয়ায়ও তাকে সেভাবে পাওয়া যায়নি।

গেল ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। সিনেমাটির প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে, অভিনেত্রী দেশ ছাড়ছেন।

এ বিষয়ে এবার স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেত্রী। বাঁধন বলেন, ‘আমার জীবনে অনেকবার এমন হয়েছে, যখন আমি আমার দেশ ছেড়ে যেতে চেয়েছিলাম। পরিকল্পনাও করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যাইনি। প্রতিবারই মনে হয়েছে এটাই আমার ঘর, আমি এখানেই থাকতে চাই, আমি অন্য কোথাও থাকার কথা কল্পনাও করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক অবিচার এবং বৈষম্যের মুখোমুখি হয়েছি, মানুষ যা কল্পনা করতে পারে তার চেয়েও বেশি। আমি রাগান্বিত, আহত এবং হতাশ বোধ করেছি। আসলে প্রায়শই আমি যেভাবে আমার চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করি তা ভুল বোঝাবুঝি তৈরি করে। মানুষ আমার হৃদয়ের কথা না জেনেই আমাকে বিচার করে। এটি আমাকে সত্যিই দুঃখিত করে।’

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়েছিল যেন কেউ আমার কথা শুনছে না। কিন্তু আমি ভুল ছিলাম। অনেকেই শুনছেন। অনেকেই আমার কথা শোনেন। গুরুত্বপূর্ণ কিছুর জন্য দাঁড়ালে দ্রুত ফলাফল বয়ে আনে না। রাতারাতি স্বীকৃতি পাওয়া যায় না। প্রকৃত পরিবর্তনের জন্য সময় লাগে।’

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

পোপের শেষকৃত্যে যোগ দিতে রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

নতুন দলের নিবন্ধন সেপ্টেম্বরে

News Desk

কারাগারে ডাকসুর ভিপি প্রার্থী জালাল

News Desk

ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

News Desk

‘ইসরায়েল হামলা বন্ধ না করলে অস্ত্র ছাড়বে না হিজবুল্লাহ’

brs@admin
Translate »